Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২৩ নভেম্বর ২০২২

হালদায় অভিযানে জাল ও নৌকা জব্দ

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

হালদা নদীর কচুখাইন ও মোহনা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার মিটার ঘেরা জাল ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত হালদা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
 
হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক বলেন, কচুখাইন ও মোহনা এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়। এছাড়া একটি ডিঙি নৌকা উদ্ধার করা হয়।
 
তিনি আরও বলেন, ডিঙি নৌকাটি নদীতে ডুবিয়ে ধ্বংস করা হয়। হালদা নদীতে নৌ টহল ও অভিযান অব্যাহত রয়েছে।