Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ১২ এপ্রিল ২০২৩

হাটহাজারী সমিতির উদ্যোগে আমিরাতে ইফতার ও দোয়া মাহফিল

হাটহাজারী সংবাদ ডেস্ক
এপ্রিল ১২, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৯ এপ্রিল) শারজাহ নুর আল হেলাল রেস্টুরেন্ট হল রুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন তারেকের সঞ্চালনায় ও সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি একরামুল হক চৌধুরীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন।

ইফতার ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক সম্পাদক মো: এরশাদুল আলম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি শারজাহ সিনিয়র সহ-সভাপতি ও কমিউনিটি নেতা ইসমাইল গনি চৌধুরী, কাজী মোঃ আলী, আমির হোসেন, আজম খান, শাহাদাত হোসেন, নজরুল হাসান, আনসারুল হক আনসার, হাজী মোহাম্মদ সেলিম সি,আই,পি, মির আহমদ, এনামুল হক চৌধুরী, দিদারুল আলম, মোহাম্মদ রফিক চেয়ারম্যান সহ আরো অনেকে।

মাহফিলে মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি উপস্থিত সকলের দীর্ঘায়ু এবং সু-স্ব্যাস্হ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠণের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাছির উদ্দীন।