জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মশিউজ্জামানের সভাপতিত্বে ও প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার তাছনিম আক্তার কাকলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাসেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আবু রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল মামুন শিকদার, প্রকৌশলী জয়শ্রী দে, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, হারুনুর রশিদ, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, মো. বোরহান উদ্দিন।
আলোচনা সভা শেষে স্থানীয় সরকার দিবসে অবদান রাখায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনটি স্টলকে পুরস্কার ও অন্যান্য স্টলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।