Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে সংরক্ষিত বনে গাছ কাটার সময় গ্রেপ্তার এক

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী রেঞ্জাধীন শোভনছড়ি বন বিটের সংরক্ষিত বনের তারাবুনিয়া নামক এলাকায় ২০০৩-২০০৪ আর্থিক সনে সৃজিত সেগুন বাগানে গাছ কাটার সময় বন্দুকসহ নির্মল চাকমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বনবিভাগ।
 
বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) রাত ২টার সময় তাকে আটক করা হয়।
 
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো:মোস্তফা আল হোসাইন ও শোভনছড়ি বিট কর্মকর্তা মো: শামছুল আলম সরকার এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ বন বিটের সংরক্ষিত বনের তারাবুনিয়া নামক এলাকায় ২০০৩-২০০৪ আর্থিক সনে সৃজিত সেগুন বাগানে গাছ কাটার শব্দ শুনিতে পায় এবং শব্দের উৎসের দিকে অগ্রসর হলে গাদা বন্দুক(হাতে তৈরি)নিয়ে ১ জন আসামী পাহাড়া দিতে দেখা যায় এবং ২ জন আসামী সদ্য কর্তিত গাছ সেকশন দিতে দেখা গেলে টহল দল তাদের ধৃত করার উদ্দ্যেশে ঝাঁপিয়ে পড়ে। বন্দুকসহ নির্মল চাকমা নামে ১ জন আসামী ধৃত করা হয়। ২ নং ৩ নং আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনাস্থল হতে ১০ টি সেগুন গাছের মোথা,সদ্য কর্তিত ৬ টুকরা= ৯.৩৫ ঘনফুট সেগুন গোলকাঠ,১ টি ছে করাত জব্দ করা হয়।
 
পরে জব্দকৃত মালামাল বিট অফিস হেফাজতে মামলার আলামত হিসেবে রেখে দেওয়া হয়। পি,ও,আর বন মামলা দায়ের পূর্বক আসামী সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।