হাটহাজারী উপজেলায় ব্রেইন স্ট্রোক করে সাতদিন আইউসিইউ-তে থাকার পর মৃত্যু হয়েছে মোহাম্মদ মোজাম্মেল হক মাসুদ (৫৪) নামে এক ব্যক্তির।
বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের আইসিইউ ০৬নং বেডে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন মৃত্যুবরণ করেন তিনি।
মাসুদ হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের মরহুম সোনা মিয়া টেন্ডলের বাড়ীর মোহাম্মদ ইলিয়াছ এর বড় সন্তান। তিনি মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৮৬ ব্যাচের মেধাবী ছাত্র ছিলেন।
তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।