Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩

হাটহাজারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে মোহাম্মদ আনোয়ার নামে এক বয়স্ক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের ফটিকা গ্রামের জব্বার আলী সারাং বাড়ির জালাল আহাম্মেদের মেজ ছেলে।
 
আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে থানা পুলিশ পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের নাজির ভবনের চতুর্থ তলার (ডি-১) ফ্ল্যাট থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন থানার উপ-পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান।
 
তিনি জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহেরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন। উদ্ধারকালে মরদেহটি বসতঘরের জানালার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল।
 
পরিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজনের সাথে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল আনোয়ারের। তবে তার পরিবারের সদস্যদের তিনি আগে চলে যেতে বললেও তিনি (আনোয়ার) যাননি। এর মধ্যে তার পরিবারের সদস্যরা সন্ধ্যা নাগাদ বাসায় ফিরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
 
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন সবুজ জানান, ট্রিপল নাইন নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ব্যবসায়ীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।