Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২৩ নভেম্বর ২০২২

হাটহাজারীতে তাফসিরুল কোরআন মাহফিল শুরু আজ

হাটহাজারী সংবাদ ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ৬:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

বৃহত্তর চট্টগ্রামে ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন ‘আল আমিন সংস্থা’র ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আজ বুধবার (২৩ নভেম্বর) বেলা ২টা হতে শুরু হতে যাচ্ছে।

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে এ মাহফিল। আজ ২৩ নভেম্বর বুধবার থেকে শুরু হয়ে ২৪ এবং ২৫ নভেম্বর শুক্রবার পর্যন্ত চলবে এ মাহফিল।

আজ বয়ান করবেন, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী (হাফি.), আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ (হাফি.), মাওলানা আশরাফ আলী নিজামপুরী (হাফি.), মাওলানা আরিফ বিন হাবিব (হাফি.), মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী (হাফি.)।

এ ছাড়া দেশের প্রখ্যাত অনেক মুফাসসির এবং বক্তা তিন দিনব্যাপী আয়োজিত এ মাহফিলে আলোচনা পেশ করবেন।

মাহফিল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার বিষয় বিবেচনা করে মাইকের আওয়াজ সংকোচন করার সিদ্ধান্ত নিয়েছেন।