প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তমূলক উন্নতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের হাটহাজারীতে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় র্যালী পরবর্তী উপজেলার হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন দপ্তর তাদের ডিজিটাল সেবা প্রদানের বিভিন্ন ধরন তুলে ধরেন। আগের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের যে আমূল পরিবর্তন তা নিয়ে আলোচনা করেন এবং প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতির সামগ্ৰিক বিষয়াদি সম্পর্কে বলেন।
এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, প্রেস ক্লাবের সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া, গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানসহ, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তাগন ও গনমাধ্যমকর্মীরা।