Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ১৩ আগস্ট ২০২৩

হাটহাজারীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে ব্যারিস্টার আনিস

অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের বন্যায় হাটহাজারী উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

শনিবার (১২ আগস্ট) তিনি শিকারপুর, উত্তর ও দক্ষিণ মাদার্শা ইউনিয়ন এলাকায় পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিডিএ সদস্য জসিম উদ্দিন শাহ্, সাবেক সদস্য ও চট্টগ্রাম জেলা বাস মালিক সমিতির সভাপতি মনজুরুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, মডেল থানার ওসি মনিরুজ্জামান, সাংসদের ব্যক্তিগত কর্মকর্তা ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল ইসলামসহ অনেকেই।