Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে জেনিথ শপ এন্ড টেইলার্সের শুভ উদ্বোধন

মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়েছে  জেনিথ শপ এন্ড টেইলার্স নামের একটি দোকানের।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে হাটহাজারী মাদ্রাসার পশ্চিম পার্শ্বে এস.আর শফিং সেন্টার ৪৯নং দোকানে শুভ উদ্বোধন করা হয়েছে।

এই সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহা-পরিচালক মাওলানা মুফতি খলীল আহমদ কাসেমী কুরাইশি।

আজিজুল হক ইসলামাবাদী এর আগেই বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে পবিত্র কুরআন খতমের মধ্য দিয়ে  দোয়া পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন কারা নির্যাতিত ছাএনেতা  মাওলানা  আসাদুল্লাহ, গণ্যমান্য ব্যাক্তিগণসহ নব জাগরণ শিল্পীগোষ্ঠী ও স্বপ্নরব শিল্পীগোষ্ঠী অনেক শিল্পী সদস্যরা।

উদ্বোধন কাজ সম্পন্ন করেন  দোকান পরিচালক মামুন চৌধুরী,  আবু সায়েম, শহিদুল ইসলাম মিজান, তাসীম হাছান। উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা হাসান জমির,মাওলানা এহসান,মাওলানা ফয়সাল, ইমরান মাহমুদ, হুমায়ুন কবির হাবীব, জাহেদ বিন জাফর, জাহেদুল ইসলাম রাফি, আরিফুল ইসলাম, হোসাইন বিন কাদের, আমিমুল ইহসান সা’দ, আবরারর মিরাজ চৌধুরী, নাবেদ তাবসীর, হামিদ সাকিব, তানজিদ আহমদ, মাহফুজ আহমেদ, ওবাইদুর রহমান, সাঈদ আহমেদ,রাকিবুল ইসলাম, আবু সালেহ হামিম, হাফেজ ফরহাদ,হাফেজ ফয়সাল,হাফেজ নেজাম,আবু তৈয়ব, মুবিন, সিলভিয়া, রাশেদ, আলাউদ্দিন, তাহের, মিলন, আনোয়ার, জিয়া উদ্দিন, আরিফুল ইসলাম, আবু বক্কর, ইমন শোয়াইব, সাহিম, আব্দুল্লাহ, আবু নাঈম, জিয়াউল কবির জিয়া, ওবায়দুর রহমান, আরিফ মোজাহিদ, মনির  প্রমুখ।