Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ১৬ আগস্ট ২০২৩

হাটহাজারীতে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগের নানা কর্মসূচী

মুহাম্মদ আবু নোমান :
আগস্ট ১৬, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্ট সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষ রোপন, চারা বিতরণ ও এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে ডাক বাংলো তত্ত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা  জহির আহমেদ,  কেন্দ্রীয় ছাত্রলীগের উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সায়েম তালুকদার,  চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ওয়াহিদুল আলম রিয়াদ,  সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন,  সাংগঠনিক সম্পাদক হোসাইন অভি, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ  নেতা শরফু উদ্দিন রমি,চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়য়ক সম্পাদক মোহাম্মদ আসিফ আলম,  উপ আইন বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন সাজিদ, সহ সম্পাদক আদিব ইসলাম মুন্না,  সদস্য মোহাম্মদ জাহেদ, রাওয়াদ আরনাফ, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শওকত হোসেন,  নুর উদ্দিন,  সাকলায়েন মোস্তাক, আকিবুর রহমান সানি,  খোরশেদুল আলম সাহেদ, এ এন আজিম, সাব্বির রহমান, সাইদুল ইসলাম,  রবিউল ইসলাম সাইমন, ফারহান পাপ্পু, ইব্রাহিম হোসেন, আবু তৈয়ব নিপুন, জাহেদ নয়ন, মোহাম্মদ অভি প্রমুখ।

এসময় ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বৃক্ষরোপন করা হয় এবং ছাত্রলীগ কর্মীদের মাঝে চারা বিতরণ করা হয়।