Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২৬ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে ৭১ লিটার দেশীয় চোলাইমদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জোবরা এলাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কুলের সামনে মডেল থানার এসআই মো. আব্দুর রশিদের নেতৃত্বে ও দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম কুয়াইশ এলাকার অনন্যা আবাসিকের সামনে এসআই মো. মজিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জোবরা এলাকার আব্দুল মিয়াজির বাড়ীর মৃত মুন্সী মিয়ার পুত্র মোহাম্মদ মুছা (৫৬), চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান ১৩ নং ওয়ার্ডের রেলওয়ে কলোনির জাহাঙ্গীরের বাসায় বসবাসকারী লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বোবাগো বাড়ির মোহাম্মদ মইজ উদ্দিনের পুত্র মোহাম্মদ রবি সরদার (২৬) ও খুলশী থানাধীন রেলওয়ে কলোনি সংলগ্ন বস্তিতে বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন হরিপুর এলাকার হাজী মোহাম্মদের বাড়ীর বাজু মিয়ার পুত্র মো. রাজ্জাক (১৯)।
 
মোহাম্মদ মুছাকে ২০ লিটার মদসহ ফতেপুর থেকে এবং রবি সরদার ও রাজ্জাককে ৫১ লিটার মদসহ শিকারপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহল আমিন বলেন, রাতে বিশেষ অভিযান চালিয়ে ফতেপুর থেকে একজন ও শিকারপুর থেকে দুইজনকে ৭১ লিটার চোলাইমদ সহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।