Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ১৩ জুন ২০২৩

হাটহাজারীতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
জুন ১৩, ২০২৩ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ রাশেদা বেগম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১২ জুন) বেলা ১২টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম চন্দ্রপুর জমিরের বস্তির মফিজের চায়ের দোকান এলাকায় মডেল থানার এসআই শেখ মোহাম্মদ জাবেদ মিয়ার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযান তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাশেদা বেগম হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ডের মাটিয়া মসজিদ এলাকার দুলা মিয়ার বাড়ীর মৃত নুরুল আবছার প্রকাশ হাতকাটা আবছারের স্ত্রী। সে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের চন্দ্রপুর জমিরের ভাড়া ঘরে ভাড়ায় থাকেন। হাটহাজারী মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা রয়েছে। অভিযানকালে তার কাছ থেকে ৩৯৫টি পুরিয়া গাঁজাসহ আনুমানিক ১কেজি ৪৭০ গ্রাম গাঁজা, ২০টি ইয়াবা ট্যাবলেট ও ১৯১০টাকা নগদ পাওয়া যায়।
 
বিষয়টি নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ সংক্রান্তে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।