Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২

হাটহাজারীতে ইয়াবাসহ দুই জন আটক

হাটহাজারী সংবাদ ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীতে ১৩০ পিস ইয়াবা ও ২০ হাজার ৪০ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের সেতারা চৌধুরী মার্কেটের ২য় তলায় জাগিরের ফুলের দোকানের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়।
 
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ পিস ইয়াবা ও ২০ হাজার ৪০ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, মোঃ আলি আজগর ও মোঃ জাগির আলম। এই ব্যাপারে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আজ হাজতে প্রেরণ করা হয়েছে।