Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩

হাটহাজারীতে ইউএনও’র সহকারী পরিচয়ে প্রতারণা, প্রতারক আটক

অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী পৌরসভার কাচারী সড়কে এস.এম দিদার মার্কেটস্থ স্বর্ণকানন জুয়েলার্স থেকে নির্বাহী কর্মকর্তার সহকারী হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে ৮ ভরি স্বর্নালংকার আত্মসাৎকারী রাসেল (৩৮) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ আগস্ট) নারায়ণগঞ্জ থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত স্বর্ণ প্রতারণা চক্রের প্রতারক শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার, রড়কান্দি ইউনিয়নের মাদবর বাড়ির মৃত আব্দুল খালেক এর ছেলে।

হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্যাহ বিপিএম (সেবা) স্যারের দিক নির্দেশনায় এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ মহোদয়ের নেতৃত্বে ও সার্বিক সহযোগিতায় গত বছর ১৭ ডিসেম্বর বাদীর স্বর্নের দোকান থেকে আত্মসাৎকৃত ৮ ভরি ১আনা ৩ রত্তি স্বর্নালংকার উদ্ধারের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্নকার পট্টি থেকে ৭ ভরি স্বর্নালংকার (গলিত স্বর্ন) উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

তিনি বলেন, বর্নিত আসামী ঘটনার দিন নিজের পরিচয় গোপন করে, নিজেকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী হিসেবে পরিচয় দিয়ে বাদীর দোকান থেকে স্বর্নালংকার আত্মসাৎ করে।

এ ঘটনায় ভুজপুর থানার বনিকপাড়ার বাদী সুজন গুপ্ত তার নিজের হাটহাজারী পৌরসভার অন্তগত পূর্ব দেওয়া নগর কাচারী রোড এস এম দিদার মার্কেটস্থ বাদীর মালিকীয় স্বর্ণকানন জুয়েলার্স নামীয় দোকান থেকে আসামী মোঃ রাসেল(৩৮), পিতা-মৃত আব্দুল খালেক, মাতা-বেবি বেগম , স্থায়ী: সাং-জাজিরা, মাদবর বাড়ি, টি এন টি মোড়, রড়কান্দি ইউপি) , থানা- জাজিরা, জেলা –শরীয়তপুর অপরের রূপ ধারণ করে প্রতারণা পূর্বক বিশ্বাস ভঙ্গ করে ৮ ভরি ০১ আনা ০৩ রত্তি ০৫ পয়েন্ট স্বর্ণালংকার আত্মসাৎ করে।