হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২৩ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মোহড়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামানের সভাপতিত্বে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহানের যৌথ সঞ্চালনায় উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)’র আয়োজনে ও হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স সহযোগিতায় বক্তব্য রাখেন, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও মোঃ আবু তালেব, উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ সেলিম, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন।
এছাড়া শুরুতে পবিত্র কোরান, গীতা ও ত্রিপিটক পাঠ করেন যথাক্রমে তোফাজ্জল হোসেন, অর্পিতা সেন ও তপন কুমার বড়ুয়া।