স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, আপনারা চোখ-কান খোলা রাখবেন। সবসময় সজাগ থাকবেন। এরা (বিএনপি) সন্ত্রাসী দল। এরা যেকোনো মুহূর্তে যেকোনো কিছু করতে পারে। স্বাধীনতাবিরোধী কোনো দল এ দেশে থাকতে পারবে না।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও কলোনি বাজার সংলগ্ন ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, গতকাল (৭ ডিসেম্বর, বুধবার) বিএনপির পার্টি অফিস থেকে ককটেল ছোড়া হয়েছে। ইটপাটকেল ছোড়া হয়েছে। এতে অসংখ্য পুলিশ সদস্য আহত হয়েছেন। এক পুলিশ সদস্যকে ওরা চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে। তাকে ৪০টা সেলাই দিতে হয়েছে। আমি হাসপাতালে তাদের দেখে এসেছি। এরা জনগণের ক্ষতি করে, সন্ত্রাসী কার্যক্রম করে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। আমরা (আওয়ামী লীগ) মাঠে থাকতে তা কখনোই হতে দেব না।’
তিনি আরও বলেন, বিএনপির পার্টি অফিস থেকে ২৮০ বস্তা চাল, ২ লাখ পানির বোতল উদ্ধার করা হয়েছে। তারা খিচুড়ি খাবে, পার্টি করবে। দীর্ঘদিন অবস্থান করার পরিকল্পনা করে তারা এসব খাদ্যদ্রব্য সংরক্ষণ করেছে। তারা দেশকে অন্ধকারে নিয়ে যেতে পরিকল্পনা করেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
১০ ডিসেম্বরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মন্ত্রী বলেন, ‘বিএনপি যেখানে সভা-সমাবেশ করতে চেয়েছে, আমরা সেখানেই করতে দিয়েছি। এটা যেহেতু মহানগর। আমাদের কমিশনার বলেছেন, রাস্তায় কোনো সমাবেশ করতে দেয়া হবে না। তাদের আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথা বলেছি। এ জন্য ৮ তারিখের ছাত্রলীগের সমাবেশ আমরা তাদের জন্য ৬ তারিখ শেষ করেছি। তারপরও যদি তারা পল্টনে সমাবেশ করতে চায়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীও বসে থাকবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিসেম্বর মাস; আমাদের মাস, বিজয়ের মাস। এ মাসে আমরা দেশকে রাজাকারমুক্ত করেছি। আবার তাদের পুনরুত্থান হবে, তা হতে দেয়া যাবে না। এ দেশের পতাকা যতদিন উড়বে, ততদিন স্বাধীনতাবিরোধী কোনো দল এ দেশে থাকতে পারবে না। আমরা এদের প্রতিহত করব। আমরা মাঠে থাকব।’
শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোলাগুলির মাধ্যমে, গন্ডগোলের মাধ্যমে সরকারের আসনে বসা সম্ভব নয়। সরকারের আসনে বসতে হলে আওয়ামী লীগের মতো দেশের মানুষের জন্য কাজ করে বসতে হবে। আওয়ামী লীগ কোনো দিন মাস্তান, সন্ত্রাস, বন্দুকের নলে বিশ্বাস করে না। জনগণের ভোট নিয়ে আওয়ামী লীগ সরকার আসে এবং আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন, ভোটে জনগণ যে সরকারকে চায় সে-ই সরকারে আসবে।’
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ঘোষিত মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পুরাতন বাণিজ্য মেলা থেকে এ বিশাল মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ ও কাউন্সিলর ঢাকা উত্তর সিটি করপোরেশনের সভাপতি মো. সফিউল্লা সফির সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।