Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুইজন বাংলাদেশির মৃত্যুর হয়েছে। তারা হলেন রাজশাহীর বুলুনপুরের মোহাম্মদ শাজাহান আলী (৬৬) ও কুমিল্লার বরুড়ার মোহাম্মদ আবুল কাশেম (৪৬)।
 
এবারের মৌসুমে এ নিয়ে হজ পালন করতে গিয়ে ১৯ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে তিনজন নারী। পবিত্র মক্কায় মারা যান ১৬ জন এবং মদিনায় তিনজন।
বৃহস্পতিবার (১৫ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।
 
সৌদি আরেবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।
 
গত ২১ মে থেকে হজযাত্রীদের ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ হবে ২ আগস্ট। আগামী ২৭ জুন চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে।