Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩

সৌদিতে ছাদ থেকে পড়ে কক্সবাজারের যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে রামুর এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জামান মোঃ ইমাম রাশেদ মামুন( ২৯) কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরুংলোয়া গ্রামের আশরাফজামানের প্রথম পুত্র।

২৪ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে সৌদি আরবের মক্কা নগরীর একটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বাংলাদেশী প্রবাসী সূত্রে জানা গেছে, নিহত মামুন সৌদি আরবে
নির্মাণাধীন ৩ তলার কাজ শেষ করে ভবন মালিকে বুঝিয়ে দিতে ছাদ পরিমাপ দিতে গিয়েছিলেন। সেখানে অসাবধানতাবশত পা পিছলে পড়ে গিয়ে মাথা ও শরীরে মারাত্নকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। জানা গেছে মামুন দীর্ঘ ৮-৯ বছর ধরে জীবিকার তাগিদে প্রবাসে ছিলেন। মৃত্যুকালে তার এক ছেলে এক মেয়ে মা, বাবা,ভাই বোনসহ অসংখ্য আত্নীয় রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার লাশ সৌদি নগরীতে দাফনের ব্যবস্থা হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে।