চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লায় ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে পড়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেল স্টেশনে ম্যানেজার রতন কুমার বলেন, ফেনীর হাসানপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পিছনে দ্রুতগামী সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দিলে সোনার বাংলার ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এখন পর্যন্ত কোন হতাহতের খবর আসেনি।