Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২১ নভেম্বর ২০২২

সেনেগাল-নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শুরু

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ২১, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ধীরে ধীরে জমে উঠছে বিশ্বকাপ ফুটবল। মরুর বুকের ফুটবল উন্মাদনা ছড়িয়েছে বিশ্বব্যাপী। সোমবার (২১ নভেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে সেনেগাল ও নেদারল্যান্ড।
‘এ’ গ্রুপের একটি ম্যাচ গতকাল অনুষ্ঠিত হয়েছে। স্বাগতিক কাতারকে হারিয়ে এগিয়ে আছে ইকুয়েডর। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে রাত ১০টায় আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আফ্রিকান ঈগল খ্যাত সেনেগাল ও টোটাল ফুটবলের দেশ নেদাল্যান্ড।
 
বিশ্বকাপের আগে দলের প্রাণভোমরা সাদিও মানেকে হারিয়েছে সেনেগাল। ইনজুরির কাছে হেরে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইউরোপ কাঁপানো ফুটবলার। অন্যদিকে ডাচরা আছে উড়ন্ত ফর্মে। তাই জয়ের পাল্লা তাদের দিকেই ভারী থাকবে।
 
সেরা তারকাকে ছাড়া ৮ নম্বরে থাকা ডাচদের বিরুদ্ধে ১৮ নম্বরে থাকা সেনেগালিজরা কতদূর প্রতিরোধ গড়তে পারবে তা মাঠের ফুটবল ছাড়া সহজে বলা যাচ্ছে না।