চট্টগ্রামের ওয়াসা মোড়ে মেরিডিয়ানের ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত জ্বলন্ত সিগারেট থেকে। নির্মাণাধীন ভবনটির ৯ তলায় রাখা অব্যবহৃত পাট ও প্লাস্টিকের বস্তার পেছনে শ্রমিকদের সিগারেটের অবশিষ্টাংশ থেকে দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে রবিবার (২০ নভেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে ওয়াসায় মহিলা সমিতি (বাওয়া) স্কুলের পাশে নির্মাণাধীন ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিকেল প্রায় সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ৯ তলায় অব্যবহৃত পাটের বস্তায় ও প্লাস্টিকে নির্মাণ শ্রমিকরা জ্বলন্ত সিগারেটের পিছনের অংশ ফেলে যায়। পরে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে আগ্রাবাদ থেকে ৫টা গাড়ি আসার পর আগুন নিয়ন্ত্রণে না আসলে চন্দনপুরা ও নন্দন কানন থেকে ৩টা ইউনিট নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, আগুন সূত্রপাত হলে ৯ তলায় দুইজন শ্রমিক আটকে পড়েছিল। আমাদের একটা ইউনিট গিয়ে তাদের উদ্ধার করে নিচে নামানো হয়।