Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২

সাকিবের এক ওভারে পাঁচ ছয়

হাটহাজারী সংবাদ ডেস্ক
ডিসেম্বর ১, ২০২২ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আবুধাবি টি-টেন লিগে বল হাতে বেদম মার খেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার তারকার ১ ওভারে ৫ ছক্কায় ৩০ রান নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। ম্যাচটিও সাকিবরা হেরেছে ১০ উইকেটে।
 
ব্যাট হাতে এদিন ভালোই করেছেন সাকিব। ৯ বলে ১৭ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব। ৭ উইকেট হারিয়ে বাংলা টাইগার্স স্কোরবোর্ডে জমা করে ১০৮ রান। কেবল ৩ ব্যাটার পৌঁছান দুই অঙ্কের ঘরে।
 
১০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডেকান গ্ল্যাডিয়েটর্সের দুই ওপেনার টম কোহলার ক্যাডমোর ও নিকোলাস পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৬.১ ওভারেই ম্যাচ শেষ হয়ে যায়। ম্লান হয়ে যায় ইফতিখারের ফিফটি। আর গ্ল্যাডিয়েটর্স জয় পায় কোনো উইকেট না হারিয়েই।
 
এদিন বল হাতে সাকিব ১ ওভারে খরচ করেন ৩০ রান। ডেকানের অধিনায়ক নিকোলাস পুরান সাকিবের ওভারে হাঁকান ৫ ছক্কা। শেষপর্যন্ত পুরান ১৬ বলে ৫০ ও ক্যাডমোর ২১ বলে ৫০ রানে থাকেন অপরাজিত।