Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১৯ নভেম্বর ২০২২

শ্রমিক সংকট, কৃষকের ধান কেটে দিলেন আর্জেন্টিনার ৬ সমর্থক

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২২ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

শ্রমিক সংকটে থাকা বর্গাচাষি শহীদুল ইসলামের ধান বিনামূল্যে কেটে দিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬ আর্জেন্টাইন সমর্থক। শনিবার (১৯ নভেম্বর) সকালে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে ধান কাটেন তারা।
 
৬ আর্জেন্টাইন সমর্থক হলেন, বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ১২তম ব্যাচের তাহমিদুর রহমান নাহিন, ফলিত গণিত বিভাগের ১৩তম ব্যাচ আবদুল্লাহ বায়েজিদ তপু, সমাজ বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের মাহমুদুল হাসান সুজন, পরিসংখ্যান বিভাগের ১৩তম ব্যাচের মো. আবুল বাশার, প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের রাশেদ হোসেন ও অর্থনীতি বিভাগের ১৪তম ব্যাচের মো. সেলিম হোসেন।
 
ফলিত গণিত বিভাগের ১৩তম ব্যাচ আবদুল্লাহ বায়েজিদ তপু ঢাকা পোস্টকে বলেন, সবাই তার প্রিয় দলকে উপস্থাপন করার জন্য নানান কিছু করে। আমরা চিন্তা করলাম এমন কিছু করি যাতে মানুষের ভালো হয়। এবার প্রচুর ধানের ফলন হয়েছে। আমরা ক্যাম্পাসের কিছু আর্জেন্টাইন সমর্থক মিলে কৃষকের ধান কাটায় সাহায্য করি।
 
আবুল বাশার নামের আরেক আর্জেন্টাইন সমর্থক ঢাকা পোস্টকে বলেন, বিশ্বকাপ উন্মাদনা কৃষক শ্রমিক সবার। সাধারণ মানুষ যখন কাজে যাওয়ার সময় আর্জেন্টিনার জার্সি গায়ে দিচ্ছে তখন তাকে ট্রল করা হচ্ছে। বিশ্বকাপটা সবার, তাই এসব মানুষকে নিয়ে ট্রল না করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ধান কেটেছি।
 
আর্জেন্টাইন সমর্থক মো. সেলিম হোসেন ঢাকা পোস্টকে বলেন, এবার ধানের ফলন ভালো হয়েছে তাই কৃষকের মুখে হাসি দেখেছি। আমরাও বিশ্বাস করি এবার কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে উঠবে। আমরাও কৃষকের মতো হাসবো।
 
বর্গাচাষি শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এ বছর অনেক আগেই ধান পেকেছে। শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলাম না। অতিরিক্ত টাকা দিয়েও শ্রমিক পাই নাই। আর্জেন্টিনার সমর্থকরা আমাকে সহযোগিতা করেছেন, তাই তাদেরকে ধন্যবাদ জানাই।