Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শেষের ভুলে জয় হাতছাড়া বাংলাদেশের

অনলাইন ডেস্ক
জুলাই ১৩, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নির্ধারিত সময়ের খেলা শেষ। ইনজুরি সময়ের চার মিনিট চলছে। বাংলাদেশ ১-০ গোলের জয়ের অপেক্ষায়। সেই মুহুর্তে নেপালের সাবিত্রা ভান্ডারীর গোলে বাংলাদেশের জয়ভঙ্গ হয়।
 
ম্যাচের শেষ বাঁশি। দুই দলের খেলোয়াড় মাঠে বসে পড়লেন ৷ ১-১ স্কোরলাইনে ড্র হওয়া ম্যাচে জিততে পারতো দুই দলই। বাংলাদেশ আর চার মিনিট নেপালকে আটকাতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত। অন্য দিকে ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে নেপাল গোল মিস করায় জয় না পাওয়ার আফসোসও করছে৷
 
গত সেপ্টেম্বরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দশ মাস পর সেই নেপালের সঙ্গে ড্র করেই আবার সাবিনারা আন্তর্জাতিক ফুটবলে পুনরায় যাত্রা শুরু করল৷ কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের একমাত্র গোলটি করেন অধিনায়ক সাবিনা খাতুন। গোল সাবিনা করলেও কৃতিত্ব শাহেদা আক্তার রিপার। ৬৫ মিনিটে তাঁর বাড়ানো ডিফেন্স চেরা পাসই গোলের ভিত্তি। অধিনায়ক সাবিনা দুই ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে গোলরক্ষককে পরাস্ত করেন৷
ম্যাচে সমতা আনার সুযোগ মিস করেছে সফরকারী নেপাল। ৭৩ মিনিটে দুর্দান্ত এক সেভ করেছেন গোলরক্ষক রুপ্না চাকমা। ইনজুরি সময়ে বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে নেপাল গোল করে সমতা আনেন।
প্রায় দশমাস পর বাংলাদেশ নারী ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলছে৷ এর প্রভাব ফুটে উঠল মাঠের পারফরম্যান্সে। নেপাল আজ বাংলাদেশের বিপক্ষে নেমেছে তাদের সেরা শক্তি সাবিত্রা ভান্ডারীকে নিয়ে। প্রথমার্ধে তিনি বাংলাদেশের রক্ষণে তেমন কাঁপন ধরাতে পারেননি। নেপাল গত সাফের পর কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেললেও তাদের খেলায় তেমন ধার ছিল না৷
 
বাংলাদেশ দলে কয়েকটি পরিবর্তন হয়েছে সাফ চ্যাম্পিয়ন স্কোয়াড থেকে। বাংলাদেশ দলের ধারাবাহিক ছন্দ ব্যঘাত ঘটেছে অনেক দিন পর খেলতে নামায়। প্রথমার্ধে উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি কোনো দলই। অধিনায়ক সাবিনা খাতুন বক্সের মধ্যে একটি বল বাড়িয়েছিলেন সতীর্থদের উদ্দেশ্যে সেটা কেউ না পাওয়ায় আক্রমন আর হয়ে উঠেনি৷
জাতীয় নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন আজকের ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছেন। গ্যালারীতে বসে সাবেক শিষ্যদের খেলা দেখছিলেন।