Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার চট্টগ্রামের যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক
এপ্রিল ৬, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৭ এপ্রিল নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের খুলশীর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
৭ এপ্রিল ২০২৩ (শুক্রবার)
সকাল ৭টা থেকে সকাল ৯টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-খুলশী এর আওতাধীন ১৩২ কেভি মেইনবাস খুলশী গ্রীড উপকেন্দ্রের আওতাধীন সকল ১৩২/৩৩/১১ কেভির আওতায় খুলশী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল ১১ কেভি ফিডার তথা চক্ষু হাসপাতাল, ইউএসটিসি, বিটিভি, মতিঝর্ণা, ম্যাজিস্ট্রেট কলোনি, আমিন সেন্টার, টাইগারপাস, হাইওয়ে প্লাজা, নেভি, রেলওয়ে আ/এ, সিটি কর্পোরেশন আ/এ, মামুভাগিনার মাজার খুলশী, ঝাউতলা, নাসিরাবাদ প্রপার্টিজ, গরিবুল্লাহশাহ আ/এ, ডেবারপাড়, জিইসি মোড় (আংশিক), আমবাগান, আলফালাহগলি, জাকির হোসেন বাই লেন, আকবরশাহ, আব্দুল হামিদ সড়ক, পাহাড়িকা সিএন.জি, এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

* জালালাবাদ ৩৩/১১ উপকেন্দ্রের আওতাধীন ফিডার নং-১ ও ৪ তথা নাসিরাবাদ হাউজিং সোসাইটি, রোড নং-১, ২, ৩, ৪, ৫, ৬, হিলভিউহাউজিং সোসাইটি, অংকুর স্কুল, মিমি আবাসিক এলাকা, সানন্দা আ/এ, আদর্শ পাড়া, কসমোপলিটন, মেয়রগলি, চশমা পাহাড় ২নং গেট, শেখফরিদ মার্কেট, ষোলশহর রেলষ্ট্রেশন, এলজিইডিভবন এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
* জালালাবাদ ৩৩/১১ উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ফিডারনং- ০২, ১৬, ১৭, ১৮, ১৯ তথা বেবী সুপারমার্কেট, সিডিএ এভিনিউ, পুলিশ লাইন, জিইসি মোড় (আংশিক), ওয়াসা মোড়, লালখান বাজার, হাইলেভেল রোড, চাঁনমারী রোড, বাঘঘোনা, পোড়াকলোনি, আরিফিন নগর, কুঞ্জছায়া, টেক্সটাইল গেট, বাংলা বাজার, চৌধুরীনগর, চন্দ্র নগর, রহমাননগর, হিলভিউ, বার্মা কলোনি, আলীনগর ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
* জালালাবাদ ৩৩/১১ উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ফিডার নং-০৩, ০৭, ১০, ১২, ১৩, ১৪ ও ১৫ এর আওতাধীন এলাকার গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
* জালালাবাদ ৩৩/১১ উপকেন্দ্রের আওতাধীন সকল ৩৩ কেভি ফিডার তথা সালেহ স্টিল ও বায়েজিদ স্টিলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
* স্টেডিয়াম ৩৩/১১ উপকেন্দ্রের আওতাধীন সকল ১১ কেভি ফিডার তথা চকবাজার, চট্টেশ্বরী রোড, জুবলি রোড, রহমতগঞ্জ, মেহেদী বাগ, বেটারী গলি, চেরাগীপাহাড়, জামালখান, এম এ আজিজ স্টেডিয়াম, আশকার দীঘীরপাড়, গোয়ালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ
বন্ধ থাকবে।
* বিক্রয় ও বিতরণ বিভাগ-পাহাড়তলীর আওতাধীন এলাকায় চক্রাকারে লোড শেডিং থাকবে ।
* BSRM ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।