Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ৫ জুন ২০২৩

শিশু অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

অনলাইন ডেস্ক
জুন ৫, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

অপহরণের নগরীতে পরিণত হয়েছে সীমান্ত উপজেলা টেকনাফ। কয়েকদিন আগে অপহৃত পাঁচজনের মধ্যে একজনকে হাতের কব্জি কেটে ছেড়ে দিলেও এখনো বাকি চারজনের হদিস মিলেনি। এর মধ্যে এবার দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া মোহাম্মদ হোসাইন (৮) নামের এক শিশুকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।
 
সে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদার সুলতান আহমদের ছেলে। লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হোসাইন। তার পরিবারের কাছ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা।
এর আগে ১৩দিন আগে ২৫দিন পর অপহৃত তিনবন্ধুর মরদেহ অপহরণকারীদের আস্তানা থেকে উদ্ধার করা হয়েছিলো।
 
অপহৃতের মোহাম্মদ হোসাইনের বাবা সুলতান আহমদ জানান, রবিবার (৪জুন) সকালে মোহাম্মদ হোসাইন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে বিভিন্ন জায়গায় তার খোঁজ করলেও কোনো হাদিস পাওয়া যায়নি। ওই দিন রাতে ফোন করে অজ্ঞাত দুর্বৃত্তরা পবিরবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে। টাকা না পেলে আমার ছেলেকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় তারা। তখন সংযোগ কেটে দিয়ে সোমবার সকালে আবারো কল করে ৩০ লাখ টাকা দাবি করেছে।
 
তিনি বলেন, আমি নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সিআইসি অফিসের গার্ড হিসেবে কর্মরত আছি। এ ক্ষুদ্র চাকরি করে এত টাকা কোথায় পাবো?
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, রোববার রাতে নিখোঁজ ছাত্রের নামে জিডি করা হয়েছে। মুক্তিপণ চাওয়ার বিষয়টি জেনেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 
ওসি জানান, কয়েকদিন আগে রোহিঙ্গা ৫ যুবককে অপহরণ করে দুর্বৃত্তরা। চাহিদা মতো মুক্তিপণ না পেয়ে এক যুবকের বাম হাতের কব্জি কেটে পাহাড়ের পাশে ফেলে রেখে যায়। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি চারজনের হদিস এখনো মেলেনি।