৫০ রান পেরুবার আগেই নেই ৫ উইকেট। ৮০ পেরুনোর আগেই নেই ৭ উইকেট। রংপুর এখান থেকে ভাল কিছু করবে এমন বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ধ্বংসস্তুপের মাঝে যেন নতুন করে জেগে উঠলেন শামীম পাটোয়ারী। করলেন এবারের বিপিএলের দ্রুততম ফিফটি। ১৯তম ওভারে নিলেন ২৬ রান। রংপুরের স্কোর ঘুরল তাতেই।
দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর ১০০ পার করবে কিনা তা নিয়েই ছিল শঙ্কা। তবে শামীম খেললেন নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটাই। আগেরদিন গোল্ডেন ডাক মেরে ফিরে যাওয়া এই খেলোয়াড় বুধবার ছিলেন ক্ষুরধার ফর্মে। তাতেই রংপুর টেনেটুনে গেল ১৪৯ পর্যন্ত। ফাইনালে যেতে তামিমের ফরচুন বরিশালের সামনে লক্ষ্য ১৫০ রান।