Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শহিদ বুদ্ধিজীবী দিবসে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের শ্রদ্ধাঞ্জলি

হাটহাজারী সংবাদ ডেস্ক:
ডিসেম্বর ১৪, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

শহিদ বুদ্ধিজীবী দিবসে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে হাটহাজারী সরকারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায়  পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি  শ্যামল নাথ (দৈনিক বঙ্গজননী), সহ-সভাপতি জাহেদ মঞ্জু (মিডিয়া এক্সপ্রেস), নির্বাহী সদস্য ও সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আসলাম পারভেজ (দৈনিক ইনকিলাব ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ), সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন (দৈনিক যায়যায়দিন), যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ (ডেইলি অবজারভার), সহ সম্পাদক জাহেদুল ইসলাম (দৈনিক শাহ আমানত), সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (দৈনিক কালবেলা),সহ সাংগঠনিক সুমন পল্লব (দৈনিক সকালের সময়), অর্থ সম্পাদক মোঃ আবুল মনছুর (দৈনিক অধিকার), প্রচার সম্পাদক রিমন মুহুরী (দৈনিক ইনফো বাংলা), দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু নোমান (দৈনিক জনবাণী), মোঃ ওসমান গনি (দৈনিক তৃতীয় মাত্রা), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম এরশাদ (দৈনিক একুশের বাণি), ধর্ম বিষয়ক সম্পাদক সাহাবুদ্দীন সাইফ (আমার সংবাদ), সদস্য মোহাম্মদ ইরফানুল ইসলাম।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি শ্যামল নাথ বলেন, নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে যখন বাঙালিদের জয় দ্বারপ্রান্তে ঠিক সেই মুহুর্তে পাকিস্তানি বাহিনী এ দেশের রাজাকার আলবদরের সহযোগিতায় দেশকে মেধাশূন্য করতে বধ্যভূমিতে নিয়ে বুদ্ধিজীবীদের নৃশংসভাবে শহিদ করা হয়।