Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২

শহরের ভেতরে এ যেন এক ব্রাজিল মহল্লা

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৭, ২০২২ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ ঘিরে বিশ্বজুড়ে চলছে নানা উম্মাদনা। পিছিয়ে নেই রাজধানীর কাছের জেলা শহর মুন্সীগঞ্জ। এই ফুটবল খেলাকে ঘিরে মুন্সীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড পশ্চিম দেওভোগে শুরু হয়েছে অন্যরকম উম্মাদনা। ওই এলাকা জুড়ে বাড়ি বাড়ি দেয়ালে আঁকা হয়েছে ব্রাজিলের পতাকা। এছাড়াও অনেক বাড়িতে উড়ছে ব্রাজিলের পতাকা। ওই এলাকার প্রায় অর্ধশত বাড়ি দেয়ালে শোভা পাচ্ছে তাদের প্রিয় দল ব্রাজিল। পশ্চিম দেওভোগ হয়ে উঠেছে ব্রাজিল মহল্লা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পশ্চিম দেওভোগ এলাকার তালুকদার বাড়ি থেকে বিলেরকানি অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রতিটি বাড়ির দেয়ালে আঁকা হয়েছে ব্রাজিলের পতাকা। ওই এলাকার আল-আমিন, তীব্র, লিজন, হামিম, কেফায়েতুল্লাহ, ছোয়াদ, ছিয়াম, মাহিন, রাহাত, ইমতিয়াজ, সাদ্দাম, সাকিব ও জিসান, ওয়ালিদ শেখ, ইকরাম শেখ, জিলান, সৌরভ, স্মরণ খান, সোহেল,পিয়াল, সহস্র, গালিব, বাড়ি বাড়ি গিয়ে দেয়ালে তাদের প্রিয় দল ব্রাজিলের পতাকা আঁকছেন। চিত্রশিল্পী না হয়েও তাদের রং তুলির আচঁড়ে অপূর্ব অবয়ব পেয়েছে প্রিয় ফুটবল দলের পতাকা।
 
এ ব্যাপারে পতাকা অঙ্কনকারী গালিব বলেন, প্রিয় দল বাজ্রিলের প্রতি আমার মনে অন্যরকম ভালবাসা কাজ করে। বিশেষ করে নেইমারের খেলা খুব ভালো লাগে। আমার আশা এবারো বিশ্বকাপ জিতবে ব্রাজিল। শুধু দলের প্রতি ভালোবাসা থেকেই এলাকার বাড়ির দেয়ালে দেয়ালে প্রিয় দলের পতাকা আকঁছি আমরা।
 
ব্রাজিলের অপর ভক্ত জিসান বলেন, আমরা বইয়ে ব্রাজিলের কালো মানিক পেলের কথা পরেছি। যখন থেকে খেলা বুঝতে শিখেছি তখন থেকেই ব্রাজিলের খেলা ভালো লাগতো। । সেই ভালো লাগা থেকেই আবেগ কাজ করছে। আর সেই আবেগ থেকেই বাড়ির দেয়ালে দেয়ালে প্রিয় দলের পতাকা একেছি।
একই এলাকার ইমতিয়াজ বলেন, আর কয়েকদিন পরেই বিশ্বকাপ। সেই আনন্দ বর্তমানে শহর থেকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে পরেছে। প্রিয় দলের বড় পতাকা টাঙিয়ে আমার মনের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছি।
 
এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন বলেন, ব্রাজিল-আর্জেন্টিনা আমরা যে যেই দলই করি, এটা আমাদের আবেগের জায়গা। আর ওই জায়গা থেকেই আমরা তৃপ্তি খুঁজে পাই। তবে পতাকা উড়ানো কিংবা পতাকা আঁকার ক্ষেত্রে সবার উর্ধ্বে থাকতে হবে আমাদের জাতীয় পতাকা। আমরা ফুটবল প্রেমী। এসব থেকে আমাদের মধ্যে ফুটবলের মনোভাব তৈরি হয়ে উঠবে। খেলোয়াড় সৃষ্টি হবে। গড়ে উঠবে ভ্রাতৃত্ববোধ।