Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্য : সেই হুজুরের বিরুদ্ধে চট্টগ্রামে জিডি

অনলাইন ডেস্ক:
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় আকরামুজ্জামান বিন আব্দুস সালামের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের পাচঁলাইশ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাচঁলাইশ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল সোমবার ওই সাধারণ ডায়েরিটি করা হয়। চট্টগ্রামের পাচঁলাইশ থানাধীন ষোলশহর এলাকার মাওলানা মাহবুবুল আলমের ছেলে আবুল আসাদ মুহাম্মদ জোবাইর সাধারণ ডায়েরিটি করেন।

আবুল আসাদ মুহাম্মদ জোবাইর বলেন, পবিত্র শবে বরাত নিয়ে আপত্তিকর কথা বলায় ওই ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। আশা করছি তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবে পুলিশ।

পাচঁলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয় হবে বলে জানান তিনি।