Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাউজান প্রবাসী ফিরছেন লাশ হয়ে

অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ভিসা জটিলতার কারণে দীর্ঘ ৬ বছর দেশে যেতে পারেননি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আয়ুব খান। অবশেষে লাশ হয়ে দেশে ফিরছেন চট্টগ্রাম রাউজানের এই রেমিটেন্সযোদ্ধা।

সোমবার (৫ জুন) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার লাশ দেশে প্রেরণে আইনগত ও যাবতীয় ডকুমেন্টস ক্লিয়ারেন্সে সহায়তা করেছে বুর্জ খলিফা ট্রাভেল এবং আর্থিক সহায়তা ও ব্যবস্থাপনায় ছিলো ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ আমিরাত শাখা।

বুধবার (১৪ জুন) বাদে আসর দুবাইস্থ সোনাপুরে (মুহাইসানাহ) ইসলামী নব জাগরণ সংগঠনের সহসভাপতি মাওলানা আবু দারদা মাসুমের ইমামতিতে জানাজার জানাজ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী নব জাগরণ সংগঠনের মহাসচিব মাওলানা মঈনুদ্দীন, প্রবাসে অবস্থানরত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও সহকর্মীরা। প্রবাসী আইয়ুব খানের মৃত্যুতে দেশে ও প্রবাসে শোকের ছায়া নেমে আসে।