Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসীর

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২২ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে সড়ক দুর্ঘটনায় আব্দুস সাদিক মুন্না (৪০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মৃত আব্দুল খালিকের ছেলে। এছাড়াও, তিনি মিশিগানের ল্যানসিং বোর্ড অব এডুকেশন-এর কর্মকর্তা ছিলেন।
 
বুধবার (৭ ডিসেম্বর) ভোরে ফার্মিংটন হিলসের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। আজ (বৃহস্পতিবার) বাদ জোহর তার জানাযা অনুষ্ঠিত হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারেন সিটির বাসিন্দা মারুফ খান । তিনি জানান, কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মুন্না মারা যান। ২৫ বছর আগে আমেরিকায় আসা মুন্না সপরিবারে মিশিগান স্টেটের ট্রয় সিটিতে বসবাস করতেন।
 
ফক্স-২ ও ডেট্রয়েট নিউজ পুলিশের বরাতে বলেছে, সড়কের নির্মাণ কাজে ব্যবহৃত একটি সেমিট্রাককে অতিক্রম করার সময় তার গাড়িটি উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখেন গাড়িতে আগুন লাগা অবস্থায় তিনি আটকে আছেন। পরে তাকে সেখান থেকে বের করার পর মৃত ঘোষণা করা হয়।