Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২১ নভেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে লড়ছে ওয়েলস

অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কাতার বিশ্বকাপের চতুর্থ ম্যাচে উত্তর আমেরিকার পরাশক্তি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া ওয়েলস। সোমবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে শুরু হয়েছে এ খেলা।

দুই দলের একাদশ

ম্যাট টার্নার, টিম রিম, সার্জিনো ডেস্ট, এন্টোনি রবিনসন, ওয়াকার জিমারমান, ওয়েস্টন ম্যাককিনি, ইউনুস মুসা, টাইলার অ্যাডামস, ক্রিস্টিয়ান পুলিসিচ, জোস সার্জেন্ট, টিমোথি উইয়াহ

কোচ: গ্রেগ ম্যাথিউ বারহাল্টার

ওয়েলস একাদশ: ফরমেশন (৫-৩-২)

ওয়েইন হেনেসি, বেন ডেভিস, ক্রিস মেফাম, নিকো উইলিয়াম, জো রোডোন, অ্যারন রামসে, এথান আমপাডু, কনর রবার্টস, ড্যানিয়েল জেমস, গ্যারেথ বেল, হ্যারি উইলসন

কোচ: রবার্ট জন পেজ