Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ২৬ নভেম্বর ২০২২

মেসির ঝলকে বাঁচল কোটি প্রাণের আশা

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

ম্যাচ জিততে খুব বেশি ঝলক লাগে না। ম্যাচ হারতেও বেশি ভুল করতে হয় না। উত্তাপহীন প্রথমার্ধের পর বুড়ো লিওনেল মেসি ও তরুণ এনজো ফার্নান্দেজ ওই ঝলক দেখিয়েছেন।

তাদের ম্যাজিক্যাল দুই শটে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। বাঁচিয়েছে সারা বিশ্বে থাকা আর্জেন্টিনার কোটি ভক্তের আশা। বাঁচিয়েছে নক আউট পর্বের আশা।

অথচ প্রথমার্ধে গোলে কোন শটই নিতে পারেনি আর্জেন্টিনা। মেক্সিকোও প্রথমার্ধে কোন ভুল করেনি। আলবিসেলেস্তেদের প্রথম ৪৫ মিনিটে দূর থেকেও শট নেওয়ার সুযোগ দেয়নি। প্রথম সুযোগটি তারা দেয় ম্যাচের ৬৪ মিনিটে আকাশি-সাদা জার্সির সেরা খেলোয়াড় লিও মেসিকে।

চেনা বাঁ-পায়ের গড়ানো শটে আর্জেন্টিনার সেরা তারকা জালে জড়িয়ে দেন গোল। ৮০ হাজার দর্শকের লুসাইল স্টেডিয়াম ভাসান উল্লাসে।