Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১৫ এপ্রিল ২০২৩

মুনিরীয়া যুব তবলীগ কমিটি উত্তর রাউজান সমন্বয় পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাটহাজারী সংবাদ ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ উত্তর রাউজান সমন্বয় পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বাদে আছর হতে হাটহাজারী উপজেলা গেইট সংলগ্ন কনক কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ এরশাদুল হক ও মাওলানা মোহাম্মদ জসিম উদ্দীন নুরী।

ইফতার মাহফিলে বক্তারা বলেন মাহে রমজানে মুসলমানদের উচিত জানা সকল পাপকাজ থেকে দূরে থেকে সৎকাজের অভ্যাস গড়ে তোলা এবং অতীতের সকল কৃতকর্মের জন্য একান্ত অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া।

এতে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইলিয়াস, মাওলানা মুহাম্মদ রিদুয়ান, মুহাম্মদ মামুন পারভেজ, মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ নাজিম উদ্দিন প্রমূখ।

এতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ রাশেদ, নাতে মোস্তফা ও কছিদা শরীফ পড়েন শায়ের মুহাম্মদ আলী, শায়ের মুহাম্মদ সম্রাট রুবায়েত, শায়ের মুহাম্মদ কামাল উদ্দিন। ইফতার মাহফিল সঞ্চালনা করেন মুহাম্মদ আশরাফ হোসেন কনক ও মুহাম্মদ সাকিব।

ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে মুনাজাত করা হয়।