Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১৯ নভেম্বর ২০২২

মালদ্বীপে ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক
নভেম্বর ১৯, ২০২২ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

মালদ্বীপের আর সি সি কোম্পানির নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. শরিফ উদ্দিন (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মালদ্বীপের স্থানীয় সময় বিকেল ৪টায় ছয় তলায় কাজ করতে গেলে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।
 
পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরিফ উদ্দিনকে দ্রুত আইসিইউ বিভাগে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
 
মৃত মো. শরিফ উদ্দিন, কিশোরগঞ্জের মধ্যম পাটধা গ্রামের মো. রমিজ উদ্দিনের ছেলে। বর্তমানে নিহতের মরদেহ মালদ্বীপের আই জি এম এইচ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
 
এদিকে শরিফ উদ্দিনের অকাল মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।