Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩

মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ শিশু

অনলাইন ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে সেতু থেকে পোনা নদীতে পড়ে সিনথিয়া (৫) সামে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশু কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের কাওসার খানের মেয়ে।
 
বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পোনা নদীতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. পারভেজ আহমেদ।
 
জানা গেছে, বুধবার সন্ধ্যায় খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে স্রোত থাকায় নিখোঁজ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে একই দিন রাত ১২টায় উদ্ধার অভিযান শেষ করেন কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
 
স্টেশন কর্মকর্তা মো. পারভেজ আহমেদ জানান, বুধবার সন্ধ্যায় এ ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়। পরে একই দিন রাতে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেন।
 
তিনি আরও জানান, বুধবার রাত ১২টা পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ শিশুর সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।