চন্দনাইশে এক মাদরাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. আব্দুর রশিদ (২২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার হাসিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ এলাকার একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিক্ষক পদ্মাভেবা আর রাহমাহ ইসলামিক একাডেমির শিক্ষক। আব্দুর রশিদ বাঁশখালীর সরল ইউনিয়ন এলাকার মৃত আবুল বশরের ছেলে।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহারে সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১১টার দিকে মশারি টাঙানোর কথা বলে ওই ছাত্রকে ডেকে নেন অভিযুক্ত মাদরাসা শিক্ষক। মশারি টাঙানোর কিছুক্ষণ পা টিপানোর পর প্রস্রাব করার কথা বলে বাইরে চলে আসে ওই ছাত্র। তবে সেখানেও তার পিছু নিয়ে আবার তাকে রুমে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করে।
শনিবার রাত ৮টার দিকে স্ত্রীর কাছ থেকে এসব ঘটনা শুনে মাদরাসা পরিচালকের কাছে যান ছাত্রের বাবা। এ সময় মাদরাসা পরিচালক ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালে তিনি থানায় এজাহার দায়ের করেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম (ওসি) জানিয়েছেন, শিশু বলাৎকারের চেষ্টার ঘটনায় মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।