বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি স্বাগতিক কাতার ও ইকুয়েডর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে কাতার ৫-৩-২ ও ইকুয়েডর ৪-৪-২ ফরম্যাশনে খেলতে নেমেছে।
মাত্র ৫ মিনিটের মাথায় গোলের দেখা পেয়েছিল ইকুয়েডর। কিন্তু পরে দেখা যায় সেটি অফসাইড গোল। ফলে হতাশ হতে হয় লাতিন আমেরিকার দেশটিকে, অন্যদিকে স্বস্তি ফেরে স্বাগতিক কাতার দলে।
কাতার একাদশ
সাদ আলসাহেব, পেদ্রো মিগুয়েল, বাসাম আল-রাউই, বোয়ালেম খুউখি, আবদেলকারিম হাসান, হোমাম আহমেদ, করিম বৌদিয়াফ, আবদেলাজিজ হাতেম, হাসান আল হায়দোস, আকরাম আফিফ, আলমোয়েজ আলি।
ইকুয়েডর একাদশ
হারনান গ্যালিন্দেজ, অ্যাঞ্জেলো প্রিসিয়াডো, ফেলিক্স তোরেস, পিয়েরো হিনক্যাপি, পারভিস এস্তুপিনান, গঞ্জালো প্লাটা, সেবাস মেন্দেজ, মইসেজ কাইসাডো, রোমারিও ইবারা, এনার ভ্যালেন্সিয়া ও মাইকেল এস্ট্রাডা।