Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২৩ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মরক্কোর বিপক্ষে মাঠে নামল ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার কাতার বিশ্বকাপ শুরু করল গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। এফ গ্রুপে এটি দুদলের প্রথম ম্যাচ। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় আল-বাইত স্টেডিয়ামে মাঠে নেমেছে ক্রোয়েশিয়া ও মরক্কো।
 
ম্যাচের শুরুতে ২ মিনিটের মাথায় মরক্কোর ফাউলে ফ্রি কিক পেয়ে যায় ক্রোয়েশিয়া। তবে লুকা মদ্রিচের লম্বা কিক মরক্কোর ডিফেন্স ভেদ করতে পারেনি। পরে ম্যাচের ৮ মিনিটে পাল্টা পাল্টা পাল্টি ফ্রি কিক পায় দুদল। তবে ম্যাচের ১৭ মিনিটের মাথায় একটি সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। বক্সের বাইরে থেকে পেরিসিচের বা পায়ের লম্বা শটটি মিস হয়ে যায়।
 
তবে শুরু থেকে ম্যাচে আধিপত্য ধরে রাখে ক্রোয়েশিয়া। ম্যাচের ২০ মিনিটের মধ্যে মরক্কো শিবিরে দুটি আঘাত হানলেও গোলের দেখা পায়নি তারা।
 
এদিকে আজকের ম্যাচে জলাৎকো দালিচের শিষ্যরা গত বিশ্বকাপে সাফল্যে পুনরাবৃত্তির আশা নিয়ে কাতার মিশন শুরু করতে চায়। অপরদিকে শক্তিশালী ক্রোয়েশিয়াকে মোকাবিলার আগে মরক্কোর সামনে অনুপ্রেরণা গতকালের ম্যাচে শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনার বিপক্ষে সৌদির জয়। মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগি তেমন কিছুই প্রত্যাশা করছেন শিষ্যদের কাছে।
 
আল-বাইত স্টেডিয়াম (ছবি: সংগৃহীত)
সমীকরণে ক্রোয়েশিয়া ও মরক্কো দুদলই দারুণ ছন্দে রয়েছে। সবশেষ ছয় ম্যাচে অপরাজিত রয়েছে ক্রোয়াটরা অপরদিকে আগের পাঁচ ম্যাচে হারেনি মরক্কো। এছাড়া ফিফা র‍্যাঙ্কিংয়েও খুব বেশি ব্যবধান নেই দুদলের মধ্যে। ক্রোয়েশিয়ার অবস্থান ১২ ও মরক্কো আছে ২২তম স্থানে।
 
আসুন দেখে নেই আজকের ম্যাচে দুদলের একাদশ ও ফর্মেশন।
 
ক্রোয়েশিয়া: (৪-৩-৩) লিভাকোভিচ (গোলরক্ষক), গাভারদিয়ল, লভরেন, সোসা, জুরানোভিচ, ব্রোজোভিচ, কোভাচিচ, লুকা মদ্রিচ, ক্রামারিচ, পেরিসিচ, ভ্লাসিচ।
 
মরক্কো: (৪-৩-৩) বোনো (গোলরক্ষক), নায়েফ আগুয়ের্দ, সাইস, মাজরাউই, হাকিমি, আমাল্লাহ, আমরাবাত, উনাহি, এল-নেসিরি, বোফাল, জিয়েখ।