Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২

ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ১৭, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কাতার বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন জানিয়ে পটুয়াখালী শহরে আনন্দ শোভাযাত্রা করেছেন জেলার ব্রাজিল ভক্তরা।
 
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের সিঙ্গারা পয়েন্ট মোড় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।
 
ব্রাজিলের জার্সি পরে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সের শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রায় ছিল মোটরসাইকেল শোডাউন ও ব্যান্ড পার্টি।
 
আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান সজিব বলেন, ‘খেলাধুলা মানুষের মন ও মেধাকে ভালো রাখে। তরুণ সমাজকে বিভিন্ন খারাপ কাজ ও মাদক থেকে দূরে রাখে। বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতেই এই আয়োজন।’
 
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্রাজিল সমর্থকরা হাত নেড়ে সমর্থন জানান।
 
রোববার (২০ নভেম্বর) বিকেলে শহরের ঝাউতলা এলাকা থেকে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগেও একটি আনন্দ শোভাযাত্রা বের করা হবে বলে জানা
গেছে।