Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ২৭ নভেম্বর ২০২২

ব্রাজিলের ভক্তদের জন্য হিরো আলমের গান

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ২৭, ২০২২ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

আলোচিত ইউটিউবার বগুড়ার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো সবকিছুতেই যে নিজেকে পটু মনে করে। যদিও দর্শকরা তাদের বিনোদনের খোরাক হিসেবেই দেখে হিরো আলমের ভিডিও গুলো।
 
সম্প্রতি আবারও তিনি নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন তার ভক্তদের জন্য। চলমান ফুটবল বিশ্বকাপ ঘিরে এর মধ্যেই বিশ্বব্যাপী শুরু হয়েছে উন্মাদনা। সেই উন্মাদনা আরেকটু বাড়াতে এবার ব্রাজিলিয়ান ভক্তদের মাতাতে গাইবেন তিনি নতুন গান।
 
রবিবার (২৭ নভেম্বর) তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন গানটির টিজার। ২৮ নভেম্বর পুরো গানটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।
 
প্রসঙ্গত, এর আগে আর্জেন্টিনার ভক্তদের জন্য গেয়েছেন ‘জিতবে এবার আর্জেন্টিনা’ শিরোনামের গান। গানটির কথা ও সুর যৌথভাবে করেছেন হিরো আলম ও এফ এ প্রীতম।