Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ৩০ নভেম্বর ২০২২

বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসছে ভারত

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ৩০, ২০২২ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফুটবল বিশ্বকাপের ঢামাঢোলের মধ্যেই ক্রিকেটের উত্তাপ ছড়াতে বাংলাদেশ সফরে আসছে ভারত। দ্বিপাক্ষিক এ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে কোহলি-রোহিতরা।
 
জানা গেছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সফরকারীরা অনুশীলন শুরু করবে ২ ডিসেম্বর থেকে।
 
আগামী ৪ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। ৭ ডিসেম্বর হবে দ্বিতীয় ওয়ানডে। আর ১০ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
 
একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর শুরু টাইগার ও ভারতীয়দের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকার মিরপুরে।
 
ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল
 
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, নুরুল হাসান।
 
ভারতের ওয়ানডে স্কোয়াড
 
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহম্মদ সিরাজ, দীপক চাহার ও কুলদীপ সেন।