Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ১৩ আগস্ট ২০২৩

বৃষ্টি ঝরবে আরও ৩ দিন

অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশে বৃষ্টিপাত আগামী ১৬ আগস্ট (বুধবার) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১৩ আগস্ট) সকালে এ কথা বলেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক।

তিনি বলেন, এ বৃষ্টিপাত বর্ষাকালে স্বাভাবিক। বৃষ্টিপাত কমতে পারে ১৬ আগস্টের পর। তবে ২০ আগস্টের পর আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, এ সময়ে ঢাকায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতির বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল বলেন, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে।

এ সময়ে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।