আর মাত্র দিন কয়েক বাদেই ভারতের মাটিতে বিশ্বক্রিকেটের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট বিশ্বকাপের ১৩তম আসর শুরু হবে। সেখানে সর্বোচ্চ সাফল্য পেতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে টিম টাইগার্স। ইতোমধ্যে ভারতের মাটিতে তাদের শুরু প্রস্তুতিটা ভালোই হয়েছে। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এভাবে বিশ্বকাপের মূলপর্বেও ভালো ফল বয়ে আনুক- এমনটাই প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় আশা করি যে বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখাতে পারব।’
ক্রিকেটারদের কাছে প্রধানমন্ত্রীর চাওয়া, ‘আমি তাদের বলব যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই। আমার সঙ্গে সব সময় তাদের যোগাযোগ থাকে।’
‘আমি তাদের বলব যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই। আমার সঙ্গে সব সময় তাদের যোগাযোগ থাকে। আসার আগেও ওদের সাথে কথা বললাম, প্লেয়ারদের সাথে…যারা অরগানাইজার তাদের সাথেও কথা বলি। আমি সব সময় খেয়াল রাখি, খেলাধুলায় যাতে সবসময় আমাদের ছেলে-মেয়েরা ভালো করে, সেদিকে আমার দৃষ্টি থাকে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিজ্ঞাপন
বিশ্বকাপে বাংলাদেশের ভালো ফলের প্রতি আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ‘বিশ্বকাপে আমরা যে সুযোগ পেয়েছি, এটা সবচাইতে ভালো দিক। ভালোভাবে খেলতে পারলে, ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আশাবাদি সব সময়।’
ক্রীড়াঙ্গন বিশেষত, ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রীর অনুরাগের কথা কারও অজানা নয়। যা সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক সাকিব আল হাসানের কথাও ফুটে উঠেছে, ‘শুধু আমাকে না, আমাদের পুরো দলকেই উনি অনেক অনুপ্রাণিত করে। দেশের প্রধানমন্ত্রী যখন একটা জিনিসের ব্যাপারে আপনার আগ্রহ দেখাবে, স্বাভাবিকভাবেই এই জায়গাতে সবারই আগ্রহটা অনেক বেড়ে যায়। শুধু ভালো সময়ে না, খারাপ সময়েও অনেক বেশি খোঁজ-খবর রাখে। যেটা হয়তো বাইরের মানুষরা জানতে পারে না। কিন্তু আমরা এটা খুব ভালোভাবেই জানি।’
বাংলাদেশের জয়ের পর কাকে খোঁচা দিলেন রাজ্জাক?
আসন্ন মেগা এই টুর্নামেন্টে প্রধানমন্ত্রীর দোয়াও পাশে থাকবে, এমনই আশা টাইগার অধিনায়কের, ‘পুরো বাংলাদেশের মানুষই দোয়া করবে। আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের জন্য দোয়া করবে। আশা করবো এই বিশ্বকাপেও আমরা ভালো কিছু করবো। এবং তার সমর্থনটা সবসময় আমাদের ভেতরে থাকবে।’