Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ৪ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বায়েজিদের আমিন কলোনিতে অগ্নিকাণ্ড, ৭০ ঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক:
অক্টোবর ৪, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বায়েজিদে আমিন কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ এলাকার আমিন কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বায়েজিদ, কালুরঘাট ও চন্দরপুরা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আবদুল হালিম জানান, আগুনের খবর পেয়ে ৬টা ৪৫ মিনিটে আমাদের ১ম ইউনিট পৌঁছায়। ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই কলোনির প্রায় ৭০টি ঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বিস্তারিত তদন্ত করে জানা যাবে।