Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২১ নভেম্বর ২০২২

বাবার ভ্যানে ছেলের মৃত্যু

অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২২ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা গ্রামে বাবার অটোভ্যানে প্রাণ গেলো দুই বছর বয়সী সন্তানের। সোমবার (২১ নভেম্বর) বিকাল ৩টার দিকে ওই ঘটনা ঘটে। ওই ছেলের নাম হুজাইফা।
 
জানা গেছে, নিজ বাড়িতেই অটোভ্যান চার্জে দিয়ে খাবার খেতে ঘরে যান হাফিজুল ইসলাম। এ সময় তার তার বছর বয়সী ছেলে ওই ভ্যানে বসে খেলছিল। একপর্যায়ে চার্জে দেওয়া তারের স্পর্শে বিদ্যুতায়িত হয় সে। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইউপি চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।