Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১৯ নভেম্বর ২০২২

বাড়ি ফেরা হলো না রাহাতের

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২২ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত মো. রাহাত (১২) নামে এক শিশু ৯ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটায় নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
 
রাহাত পশ্চিম চরণদ্বীপ পেয়ার মোহাম্মদ বাড়ির রোকন উদ্দিনের ছেলে। সে স্থানীয় তৈয়্যবিয়া তাহেরীয়া সুলতান মোস্তফা কমপ্লেক্সের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
 
গত ১১ নভেম্বর সন্ধ্যায় রাহাত উপজেলার চরণদ্বীপ দরবার শরীফ এলাকায় দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়। এতে মাথায় গুরুতর আঘাত পায় রাহাত।
 
রাহাতের মা জেবু আকতার বলেন, দুর্ঘটনায় আহত হয়ে গত কয়েকদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিল রাহাত। গতকাল রাতে সে মারা যায়।
 
সূত্র : বাংলানিউজ