Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ২০ নভেম্বর ২০২২

বাংলাদেশের রিকশা যাচ্ছে ইউরোপে: বিজিএমইএ

অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২২ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশকে বিশ্বের দরবারে ব্র্যান্ডিং করতে দেশের রিকশা ইউরোপে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি বলেছেন, যুক্তরাজ্যের ম্যানচেস্টার মিউজিয়ামের এশিয়ান গ্যালারিতে দর্শনার্থীদের রিকশায় চড়ার স্বাদ পূরণ করবে ঢাকার রিকশা।
 
রবিবার (২০ নভেম্বর) বিজিএমইএ কার্যালয়ে দেশকে ব্র্যান্ডিং করতে বিজিএমইএ’র নতুন উদ্যোগ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের প্যাডেলচালিত রিকশার ঐতিহ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন ‘উই লাভ রিক্সা’। প্রথমে দুটি রিকশা পাঠানো হচ্ছে, একটি ম্যানচেস্টার মিউজিয়ামের এশিয়ান গ্যালারিতে প্রদর্শনী, অন্যটি দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের ভ্রমণের জন্য। আমি বিশ্বাস করি, এই ব্যতিক্রমী উদ্যোগটি বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগে থাকতে পেরে বিজিএমইএ আনন্দিত।
 
তৈরি পোশাক শিল্পকে ব্র্যান্ডিং করার পাশাপাশি সামগ্রীকভাবে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রেও উদ্যোগ গ্রহণ করেছে বিজিএমইএ। এই ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবেই সম্প্রতি বিজিএমইএ মেইড ইন বাংলাদেশ উইকের আয়োজন করে।
 
ফারুক হাসান বলেন, সম্প্রতি বিজিএমইএ’র উদ্যোগে অনুষ্ঠিত হওয়া মেইড ইন বাংলাদেশ উইকে নানা ইভেন্টের আয়োজন করেছিলাম। সেখানে আমরা প্রথমবারের মতো একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন রেখেছিলাম। যেখানে প্রতিযোগীরা তিনটি বিভাগে- সংস্কৃতি এবং ঐতিহ্য, শিল্প এবং অর্থনীতি ও মানুষ এবং ল্যান্ডস্কেপ বিষয়ে ছবি জমা দিয়েছিল। এখান থেকে আমরা ছয় জন আলোকচিত্রীকে (ফটোগ্রাফার) ‘মেইড ইন বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ সম্মননা দিয়েছি। আমরা আলোকচিত্রীদের সেই মুহূর্ত, দৃশ্য এবং চিত্রগুলো ক্যাপচার করতে উৎসাহিত করতে চাই, যেগুলো বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ব্র্যান্ডিং করতে এবং ‘মেইড ইন বাংলাদেশ’-কে বিশ্বের দরবারে একটি মর্যাদাপূর্ণ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে অবদান রাখবে।
 
ফারুক হাসান আরও বলেন, বিশ্বায়ন এবং তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার কারণে নেশন ব্র্যান্ডিংয়ের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। ব্যবসা, বাণিজ্য ও বিপণন সব কিছুর সঙ্গেই ব্র্যান্ড শব্দটি জড়িত। এর মাধ্যমে জানা যায় একটি দেশ তার নাগরিকরদের কেমন রেখেছে এবং বিশ্ববাসী সেভাবেই দেশটিকে দেখে। বিশ্বে প্রায় ১৯৫টি দেশ রয়েছে, যারা নিজ নিজ দেশে বিদেশি বিনিয়োগ ও পর্যটক আকর্ষণে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। তাই এখনই উপযুক্ত সময় নেশন ব্র্যান্ডিং কৌশল বিষয়ে পরিকল্পনা করার।